পিরোজপুর জেলার নাজিরপুরে মোটর সাইকেল  দুর্ঘটনায় আব্দুল্লাহ আল-মামুন (২২) নামের  স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (৬ জুলাই) বেলা ১টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে দুপুর ১টার দিকে মামুন তাঁর নিজের মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্য গামী ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ আল-মামুন নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান।  এ বিষয়ে নাজিরপুর থানার কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার স্থানটি এখনো শনাক্ত হয়নি।নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ