ভোলার তজুমদ্দিনে কিশোরী শিক্ষার্থীদের অংশগ্রহণে আত্নরক্ষায় কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় ও গ্লোবাল এফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন। বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে প্রকল্পের অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা মিলনায়তনে ভিন্নধর্মী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বারোজন বিজয়ী হন। পরে বিজয়ীদের মধ্যে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলীর সভাপতিত্বে ও সুশীলনের উপজেলা সমন্বয়ক সুরুজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুশীলনের এস আর এইচ আর তৌফিক আলম চৌধুরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন বিশ্বাস, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাদী, তজুমদ্দিন মডেল প্রেসক্লাবের সভাপতি চপল রায় সহ অনেকেই।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ