যশোর কেশবপুরে ট্রাকের নিচে পড়ে বিআরডিপি মাঠ কর্মীর মৃত্যু
যশোরের কেশবপুরে গাজীর মোড়ে যশোর দিক থেকে আসা বালিভর্তি ট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে এক বিআরডিপি অফিসের মাঠ কর্মীর মৃত্যু হয়েছে। এবং এক ভ্যানচালক কে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, যশোর-সাতক্ষীরা সড়কে কেশবপুর গাজীর মোড়ে আনুমানিক ভোর ৫.৪৫ মিনিটে যশোর দিক থেকে আসা বালি ভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে ডুমুরিয়া উলা গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে বিআরডিপি অফিসের মাঠ কর্মী আশাফ আলী (৫৭) মৃত্যু বরণ করে। তিনি বর্তমানে কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামে বসবাস করেন। এবং এজ ভ্যানচালক শ্রীরামপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৬০) কে আহত অবস্থায় কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকচালক ও হেল্পার দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল।ট্রাক নং ট ১১-০৫৫০।
ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।