পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত গরুর মাংস বিক্রেতা আটক
পঞ্চগড়ে দেবীগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে হাসিবুল ইসলাম (৩০)নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ৪/৬/২০২২ তারিখে জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। হাসিবুল ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। হাসিবুল ইসলাম ভাউলাগঞ্জ বাজারের একজন মাংস ব্যবসায়ী।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বোদা উপজেলার ৫ নং বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার হাজী মোহাম্মদ মোখলেছার রহমানের একটি গরু প্রায় ১৫ -২০দিন থেকে অসুস্থ ছিল। হাসিবুল ইসলাম বিষয়টি দালালের মাধ্যমে জানতে পেরে ছয় হাজার টাকা দিয়ে অসুস্থ গরুটি কিনে নেয়। তবে গরুটি কিনে নেওয়ার পর মারা যাওয়ায় মোখলেছারের বাড়িতেই জবাই করা হয়। সেখানে মাংস প্রক্রিয়াজাত শেষ করে বিক্রয়ের জন্য ভাউলাগঞ্জ বাজারে নিয়ে আসেন হাসিবুল ইসলাম। পরে স্থানীয়রা বিষয়টি ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ কে জানালে চেয়ারম্যান মাংস ব্যবসায়ী হাসিবুল কে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন পরবর্তীতে চেয়ারম্যান প্রশাসনকে খবর দেন ,খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এবং প্রাণিসম্পদ কর্মকর্তা সহ দেবিগঞ্জ থানা পুলিশ প্রশাসন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহি কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় অভিযুক্ত হাসিবুল ইসলামকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ (১) ধারা মোতাবেক ৬ মাসের কারাদণ্ড ও নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাংস গুলিকে ধ্বংস করার উদ্দেশ্যে মাটির নিচে পুঁতে রাখা হয় ।