কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউপি নির্বাচনে মাইন উদ্দিন ভূঁইয়ার মনোনয়ন দাখিল
কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ ফারুক হোসেন (রিটার্নিং কর্মকর্তা) এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি লীগের সহ-সভাপতি, আলকরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া।সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোঃ সালাহ্ উদ্দিন ভূঁইয়া, আ’লীগ নেতা শাহ আলম ভূঁইয়া, আব্দুল্লাহ্ ভূঁইয়া বাবুল, হারেস মোল্লা, আলকরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন নয়ন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন বাহাদুর, যুবলীগ নেতা জামশেদ, কমল, রিংকু, সোহেল, জনি প্রমুখ।এ সময় আলকরা ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।