বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
বরিশালের উজিরপুর ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ৪ মে বিকেল ৩টায় পৌরসভায় আভা কংক্রিট মাঠে সন্ধ্যা নদীর তীরে ঘুড়ি উৎসব প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন করা হয়েছে। এসময় পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিপু সিকদারের সভাপতিত্বে ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন। ঘুড়ি উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি। আরো বক্তব্য রখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফরিদপুর জেলা অতিরিক্ত প্রশাসক সাইফুদ্দিন গিয়াস, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন,এ্যাড.শহীদুল ইসলাম মৃধা, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি,সাবেক সভাপতি আঃ রহিম সরদার, ইচলাদী বাজার কমিটির সভাপতি আঃ হক আকন প্রমুখ। উল্লেখ্য, ১২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে ৪টি দল। এরমধ্যে বিনাপ্রতিদন্ধীতায় চ্যাম্পিয়ন হয়েছে বানারীপাড়া উপজেলার রুবেল, রানার্সআপ হয়েছে বাদশা সরদার, তৃতীয় হয়েছে ঝন্টু দাস, চতুর্থ স্হান লাভ করেন আব্দুস ছত্তার ফকির।পরিশেষে চ্যাম্পিয়ন রুবেলের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ তুলে দেন উপস্হিত অতিথিবৃন্দ।