পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০'শে এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আনন্দবাজার দাখিল মাদ্রাসা মাঠ চত্বরে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বিএম সেলিম রেজার সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ,মহেশপুর উপজেলা আ'লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,নেপা ইউনিয়ন আ'লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুল আলম মৃধা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান,জেলা পরিষদের সদস্য এম এ আসাদ,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু,প্রভাষক মুকুল গাজী,সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ