স্মার্ট মোবাইল ফোন শিশু কিশোরদের বিপদগামী করে তুলেছে পরিত্রানের অপেক্ষা অভিভাবকরা
যশোর জেলা নয় দেশব্যাপী শিশু কিশোরদের হাতে হাতে এখন স্মার্ট মোবাইল ফোন। আর স্মার্ট মোবাইল ফোন ব্যাবহারে প্রাপ্ত বয়সের ছেলে মেয়েদের থেকে অনেক পারদর্শী এসমস্ত শিশু কিশোর।যে কারণে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে উদ্বীগ্ন অভিভাবকরা।সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সোস্যাল মিডিয়ায় দেখা মেলে শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন অপরাধ মূলক প্রতিবেদন।যেটা নিয়ে দেশব্যাপী সকল অভিভাক চিন্তাগ্রস্থ। একদিকে শিশু সন্তানের আবদার পূরণ করতে না পারলে অভিমানে অপরাধ মূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে স্মার্ট মোবাইল ফোনের চাহিদা মেটাতে। অপরদিকে অভিভাবক সন্তানের দাবী পূরণ করলে পড়াশোনা বাদ দিয়ে জড়িয়ে পড়ছে পাপজি ফ্রি ফায়ার খেলাসহ পূর্ন্যসাইটের মতো নোংরা বিষয় দেখতে। একপর্যায়ে অভিভাবকদের শাষণ সন্তানের নিকট বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হলে আত্মহত্যার মতো দূর্ঘটনার শিকার হয়ে বাবা মায়ের বুক খালি করে চলে যায় মৃত্যুর দেশে। সম্প্রতি যশোর ঝিকরগাছা উপজেলা সহ কয়েকটি উপজেলায় বাচ্চাদের হাতে স্মার্ট মোবাইল ফোন ব্যাবহারের দৃশ্য দেখা মেলে।শিশুদের মোবাইল ফোন ব্যাহার দেখে মনে হয় যে তাদের মাঝে একটাই নেশা মোবাইল ফোন ব্যাবহার।এবিষয়ে কথা হয় একাধিক অভিভাবকের সঙ্গে তিনি জানান,বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে কোন অবস্থায় সন্তানদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।তবে এটা করোনা কালিন সময়ে বেশী আকার ধারন করেছে। এখন নিয়মিত স্কুলে ক্লাস চললে হয়তো পরিবর্তন হবে এই আশা নিয়ে অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নাই।