বরিশালের উজিরপুরে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মান করছে প্রভাবশালী কালা মিয়া। উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল কলেজ সংলগ্ন প্রভাবশালী সাবেক চেয়ারম্যান মো.কালা মিয়া। ওই এলাকার ডাবের কুল বাজার কলেজ গেটের সামনে স্থানে প্রধান সড়কের পাশে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মান করছে। ৩ এপ্রিল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে  দিয়ে খালের মধ্যে আরসিসি পিলার স্থাপন ও ছাদ ঢালাই করে পাকা ভবন নির্মান কার্যক্রম করেছে। ওই প্রভাবশালীর ভয়ে কেই প্রতিপাদ করতে সাহস পাচ্ছে না। অভিযুক্ত মোঃ কালা মিয়া বলেন আমার পৈতৃক সম্পত্তিতে আমি ভবন নির্মাণ করছি ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, সরকারি খালের জমি দখল মুক্ত রাখার জন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ