লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির পিকআপ ভ্যান চাপায় সাইমুন হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইমুন বাসু বাজার দারুস সালাম ইসলামিয়া একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। সে উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের দিনমজুর শাহাদাত হোসেনের ছেলে।পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সাইমুন ব্যাটারিচালিত অটো রিকশাযোগে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। বাসু বাজার পৌঁছলে রিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির পিকআপটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। চালক পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায়।লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, পিকআপচাপায় শিশুটি মারা যাওয়ার ঘটনাটি জেনেছি। পরিবারের কোন অভিযোগ ছিল না। এজন্য ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।