সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও বেস্ট এওয়ার্ড বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহীদ জগৎজ্যোতিপাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আহমদ এর সভাপতিত্বে সংগঠনের সভাপতি একে মিলন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী এড. আসাদ উল্লাহ সরকার, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক, এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রবীন শিক্ষক অজিত কুমার দাস শ্যামল, শিক্ষক নেতা রুহুল আমিন, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা শাহ কামাল, দৈনিক সিলেট এক্সপ্রেসের সম্পাদক প্রকাশক মো: ছুরত আলী, সার্চ মানবাধিকার সংগঠনের সহ-সভাপতি আফছার উদ্দিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম আবুল হোসেন শরীফ, সেলিম আহমদ জায়গীরদার, সহ-সাধারন সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আফজাল হোসেন, কবি মোবারক হোসাইন, তুষার আহমদ টিপুসহ সংগঠনের নেতাকর্মীরা। পরে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, সাচর্ মানবাধিকার সোসাইটি সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জের অসহায় দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ