তজুমদ্দিনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলার তজুমদ্দিনে উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, এদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা সংগ্রাম সহ সকল অর্জনে বাংলাদেশ ছাত্রলীগ গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। বাংলাদেশ ছাত্রলীগ তজুমদ্দিন উপজেলা শাখার আহবায়ক মো: রাসেল মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী শিকদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, বি আর ডিবির চেয়ারম্যান আমিন মহাজন, ছাত্রলীগ নেতা তুহিন তালুকদার, ফরিদ তালুকদার সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।