তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের দুটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পূণরায় ভোট গণনার দাবীতে মানববন্ধন করেছে সাধারণ জনতা।ম‌ঙ্গলবার বিকেলে খুটামারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসী টেংগনমারী বাজারে ও ৩নং ওয়ার্ডবাসী টেংগনমারী-মীরগঞ্জ রাস্তায় দাঁড়িয়ে ২ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে জলঢাকা থানার পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বক্তারা ভোট জালিয়াতির কথা উল্লেখ করে অবিলম্বে পূনরায় ভোট গণনার দাবী জানান। পূণরায় ভোট গণনা না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে দাবী তাদের। 
এসময় ৩নং ওয়ার্ডের মোরগ মার্কা প্রতীকের  এজেন্ট আবু সাঈদ মোহাম্মদ মেনন বলেন, আমাদের ৩নং ওয়ার্ডে প্রিজাইডিং অফিসার টাকা খেয়ে ৭নং ওয়ার্ডের ব্যালট এনে গণনা করা হয়েছে। আমি বলতে গেলে আমাকে জেল খাটানোর ভয় দেখিয়েছে প্রিডাইডিং অফিসার। আমি রেজাল্ট সিটে সাক্ষর দেই নাই। তবুও ফ্যান প্রতীকের প্রার্থী শাহীন আলমকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা এলাকাবাসী জোট বেঁধেছি পূনরায় ভোট গণনা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ