বৃক্ষ রোপন করে যে,সম্পদশালী হয় সে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার বিকেলে সামাজিক বন বিভাগের আয়োজনে  সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগী জন প্রতি ৩২ হাজহার ৪ শত ৭২ টাকা করে ১৫ জনের  মাঝে লভ্যাংশের মোট ৪ লক্ষ ৮৭ হাজার ৮০ টাকার চেক বিতরণ করেন রংপুর সামাজিক বন বিভাগ।  চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় বন কমকর্তা মোঃ মতলুবুর রহমান।  এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এই বাগানগুলো যদি আরো ভালো করে রক্ষণাবেক্ষণ এবং যত্ন-আত্তি করা যেত তাহলে হয়তো বা গাছের মূল্য গুলো আরো বেশি হতো এবং সরকারের রাজস্ব নীতি এবং উপকারভোগীদের আরো বেশি হতো তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারত। 
এসময় রংপুর রেল বাগান, সভাপতি একরামুল হোসেনের সভাপতিত্বে সামাজিক বন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম নগর এস,এফ, এন,টি,সি মোঃ মোশাররফ হোসেন,সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ