সারা দেশের মত নড়াইলেও শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিয়েছে  শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।মঙ্গলবার  দুপুরে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে এক কৃষকের হাতে  কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই  কৃষক হলেন, কালিয়া পৌরসভার ছোটকালিয়া গ্রামের শিবুপদ বর্মন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল হুদা, জেলা কৃষি অফিসার দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার ওলিউল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীরা উপস্থিত ছিলেন। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দ্টির মূল্য ৩০ লাখ৫০হাজার টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন টির ১৪লাখ টাকা ভর্তুকিতে কৃষকের  মাঝে বিতরণ করা হয়। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা। উল্লেখ্য, শ্রমিক দিয়ে প্রতি একর ধান কাটতেই লাগে ১৬ থেকে ১৮জন শ্রমিক। এতে করে এক একর ধান কাটতেই কৃষকের খরচ পড়ছে ১০ থেকে ১০ হাজার টাকা।আর কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কাটা মাড়াই এবং বস্তাবন্দি করতে কৃষকের খরচ হচ্ছে মাত্র ৬ হাজার টাকা। এতে উপকৃত হচ্ছে প্রান্তিক কৃষক।সেই সাথে লাভবান হচ্ছে মেশিনটির মালিক।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ