সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ফসলের সাথে শত্রুতা করে ১০ কাঠা জমির পটল গাছ ও অন্যান্য ফসল উপড়ে দিয়েছে প্রতিপক্ষ আপন ভাই ও ভাইপোরা৷ গতকাল মঙ্গলবার (০২ মার্চ ) বিকাল ৫ টার দিকে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের দরিদ্র কৃষক মুনসুর আলীর ডিপেরমোড় মাঠের জমিতে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ক্ষতিপূরণ ও প্রতিপক্ষের হামলায় প্রতিকার চেয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মনসুর আলী৷ ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন এর বলিয়ারপুর গ্রামের মৃত সদরুদ্দিন বিশ্বাসের ছেলে মনসুর আলী (৫৫)৷ লিখিত অভিযোগে কৃষক মনসুর আলী বলেন, দীর্ঘদিনের জমি জমার বিরোধের জেরে বিভিন্নভাবেই অকথ্য ভাষায় গালিগালাজ ও অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে লিপ্ত থাকেন প্রতিপক্ষ ভাই নূর হোসেন, আলী হোসেন, আনসার আলী ও ভাইপো হাসান৷তারই জের ধরে পরিকল্পিতভাবে মাঠের ১০ কাঠা জমিতে ফলন হওয়া পটল গাছ ও বেগুন গাছ, মান কচু, লালগম, পিয়াজ উপড়ে দিয়ে বিপুল পরিমান ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দিয়েছে তারা৷ এমনকি জমি দখলের উদ্দেশ্যে সেখানে বাঁশ পুঁতে দিয়ে বাড়িতে হামলা ও মানহানিকর কথাবার্তায় লাঞ্ছিত করছে তারা৷ হামলা ও ক্ষতির প্রতিকার চেয়ে কৃষক মনসুর আলী প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন৷ কলারোয়া থানা অফিসার ইনচার্জ মির খায়রুল কবির জানান, কৃষকের হওয়া ফসল উপড়ে দেয়া আসলেই দুঃখজনক ঘটনা৷ কৃষক মনসুর আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগের সত্যতা তদন্তপূর্বক যাচাই করে ঘটনার সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ স্থানীয় এলাকাবাসী শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিনের তাদের ভিতর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়ে কলহ রয়েছে৷ কিন্তু প্রান্তিক কৃষকের ফসল উপড়ে দেয়া একটি নেক্কার জনক ঘটন৷ এমন অমানবিক কাজ যেই করুক তার আইনগত শাস্তি পাওয়া উচিত৷ এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর অন্যকেও কোন কৃষকের ক্ষতি করতে সাহস না পায় এজন্য আমরা এলাকাবাসী সুবিচার চেয়ে প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন৷ ঘটনার সাথে অভিযুক্ত প্রতিপক্ষ ভাই নূর হোসেন বলেন, পটল গাছ উপড়ে দেয়া আসলে ঠিক হয়নি৷ এ কাজ আমার ভাই ও ভাইপোরা করতে পারে৷ ভাই মনসুর আলীর সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে যার সুষ্ঠু বিচার হওয়া জরুরী৷ তবে গাছ উপড়ে দিয়ে তার ফসলের ক্ষতি করা ঠিক হয়নি৷

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ