শেষমূহুর্তে নির্বাচনের একদিন আগে গতকাল শুক্রবার নড়াইলের কালিয়া পৌরসভার নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন। ওই দিন সকাল ১১ টায় কালিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতা প্রত্যাহরসহ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। নিজ দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লিটন নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘটনায় আওয়ামী লীগের দূর্গে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হীরার নৌকা মার্কার বিজয় নিশ্চিত হয়েছে বলে ভোটার, দলীয় নেতাকর্মী ও পর্যবেক্ষক মহল মত প্রকাশ করেছেন। তবে শেষ মূহুর্তের নাটকীয়তায় এখন নির্বাচনী লড়াই বেধেছে দুই ওয়াহিদুজ্জামানের মধ্যে।  কালিয়া পৌর ভবনে সাবাদিক সম্মেলনে বর্তমান মেয়র ও দলীয় মনোনয়ন বঞ্চিত কালিয়া পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন তার লিখিত বক্তব্য পাঠ করে বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও দলের স্বার্থে এবং তার  পিতৃ-তুল্য চাচা নড়াইল ১ আসনের এমপি বিএম কবিরুল হক মুক্তির  নির্দেশে তিনি ৩০ জানুয়ারীর কালিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদের প্রার্থীতা প্রত্যাহারসহ প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘোষনা দেন। নড়াইল ১ আসনের এমপি কবিরুল হক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমার পিতার সময় থেকেই আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতিইে বিশ্বাসী। আওয়ামী লীগের এমপি হিসাবে আমি শেখ হাসিনার একজন প্রতিনিধি। তাই দলের স্বার্থে ও নৌকার বিজয় নিশ্চিত করতে লিটনকে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে তার প্রার্থীতা প্রত্যারের নির্দেশ দিয়েছি। সাংবাদিক সম্মেলনে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, সাবেক পৌর চেয়ারম্যান বিএম ইকরামুল হক টুকু, সাবেক মেয়র বিএস এমদাদুল হক টুলু, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফোরকান মোল্যাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আ’লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মেয়র প্রার্থী লিটনের সংবাদ সম্মেলনের ঘোনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা উল্লাশে ফেটে পড়ে। শনিবারের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন। ওই ঘোষনার মধ্য দিয়ে কালিয়া পৌরসভার নির্বাচনে শেষ মূহুর্তে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হীরা ও বিএনপি মনোনিত প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান মিলুর মধ্যে নির্বাচনী লড়াই শুরু হয়েছে।  উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কালিয়া পৌরসভার আজ শনিবারের নির্বাচনে দুই ওয়াহিদের লড়াই ছাড়াও  সাধারন কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন কাউন্সিলর পদে নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন। ওই নির্বাচনে ১৬ হাজার ৩৮৩ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮ হাজার ১৪৭ জন পুরুষ ও ৮ হাজার ২৩৬ জন মহিলা রয়েছেন। 

 

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ