লক্ষ্মীপুরের রায়পুরে চৌধুরী বাজার বটতলী এলাকায় ব্যবসায়ি রায়হান হোসেনের সাথে পূর্বের শত্রুতার জের ধরে হামলা চালিয়ে গুরুত্ব আহত করার অভিযোগ উঠেছে, রায়পুর উপজেলা ৭নং বামনী ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের সুজার বাড়ির রফিক এর ছেলে তারেক হোসেন সহ ১০/১৫ জনের বিরুদ্ধে।  ৮ জানুয়ারি বিকেলে রায়পুর থানায় অভিযোগ লিখা হয়, আমি পেশায় একজন থাই এস এস এর ব্যবসায়ি অভিযুক্ত তারেক আমার পাশেপাশি এলাকার বাসিন্দা বিবাদীরা অত্যান্ত জোর জুলুমবাজন ও অত্যাচারী প্রকৃতির লোক স্থানীয় শালিশ দরবার কিছু এই মানেন না, ১নং বিবাদী (তারেক হোসেন) চৌধুরী বাজার আল- আরাফা মাদ্রাসার শিক্ষক, আমার চাচাত ভাই ঐই মাদ্রাসার ছাত্র, গত ৪ জানুয়ারি আমার চাচা ভাই কে শিক্ষক তারেক মাদ্রাসায় অন্যায় ভাবে বেদরক মারধর করে, পরবর্তীতে আমার চাচী মাদ্রাসায় জিজ্ঞেস করতে গেলে, শিক্ষক তারেক উত্তেজিত হয়ে আমার চাচীকে খারাপ ভাষা গাল মন্দ করে, ৫ জানুয়ারি আমার চাচী বিষয়টি আমাকে জানালে আমি মাদ্রাসার শিক্ষকে জিজ্ঞেস করতে গেলে ১নং বিবাদী তারেক আমাকে উচ্চ ভাষায় গালমন্দ করে এবং ধাক্কা দেয় আমি নিরুপায় হয়ে দৌড়ে সেই স্থান ত্যাগ করে, মাদ্রাসার কমিটিকে জানাই কিন্তু তাহারা কোন পদক্ষেপ নেয়নি,পরে বিবাদী আমাকে প্রাণ নাশের হুমকি দেয়, বিষয়টি আমি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি কে অবগত করে রাখি,পরে ৮ জানুয়ারি দুপুর ১২ টায় আমি ব্যবসার কাজের টাকা নিয়ে আশার সময় চৌধুরী বাজার হঠাৎ আমার রাস্তারোধ করে বিবাদী তারেক, নাজিম ও রাকিব সহ ১০/১৫ জন এসে এলোপাতারি কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এবং সাথে থাকা ব্যবসার ৩৫ হাজার টাকা চিনিয়ে নিয়ে যায়, পরে অচেতন অবস্থা আশেপাশে লোকজন আমাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে বিবাদীরা আমাকে হুমকি দিচ্ছে যেনো ভাড়াবাড়ি না করি, বাড়াবাড়ি করলে পুনরায় আমাকে মারধরসহ প্রাণ নাশের হুমকি দেয়।  এই বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ