বঙ্গবন্ধুর জন্মদিনে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ
টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেছে। দিনটি উদযাপনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার পচাঁসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্কুল চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ অভিযানে অংশ নেয়। এসময় তারা বিদ্যালয়ের চারপাশে ১০০ প্রজাতির ফলজ ও বনজ গাছ এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থীদের পাশাপাশি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরাও এতে অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফরহাদ হোসেন বলেন, গাছ পরিবেশের বন্ধু। তাই গাছ লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়নে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো.রবিউল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।