মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের উদ্যোগে চন্দ্রা দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোঃ মোশাররফ হোসেন জয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হিরু মিয়া,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ