ঘাটাইলে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা
শনিবার সকাল ১০টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭ মার্চ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু, পৌরমেয়র শহীদুজ্জামান খান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারি রবিন দত্ত, বিআরডিবির চেয়ারম্যান মো: রুহুল আমিন, পরিসংখ্যান অফিসার কামরুজ্জামান জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্যরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।