গাজীপুরের জয়দেবপুর জংশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের আসন বৃদ্ধি করে দুই হাজার করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটি।  শুক্রবার(৬ মার্চ) সকালে জয়দেবপুর জংশনের প্লাটফর্মে মানববন্ধন করেন তারা। অন্য দাবি হলো- দুটি মহিলা বগিসহ তুরাগ ট্রেনের বগি বৃদ্ধি করে ১৫টি করা; টাঙ্গাইল কমিউটার ট্রেন টঙ্গী ও তেজগাঁও স্টেশনে থামা; তুরাগ ট্রেন ৮টা ৩০ মিনিটে এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন ৯টা ২০ মিনিটের মধ্যে কমলাপুর স্টেশনে পৌঁছানের ব্যবস্থা করা এবং জয়দেবপুর জংশনের সেবারমান প্রথম শ্রেণিতে উন্নীত করা। মানববন্ধন চলাকালে গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটির সভাপতি প্রকৌশলী মো. শামসুল হকের সভাপতিতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দীন বুদ্দিন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলরুবা ফাইজিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম। গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক জানান, আয়ের দিক থেকে জয়দেবপুর রেল জংশন দেশের চতুর্থ স্থানে থাকা সত্ত্বেও সেটি নানা দিক থেকে সুবিধাবঞ্চিত এবং অব্যবস্থাপনার শিকার। তিনি বলেন, অর্ধকোটি জনসংখ্যা অধ্যুষিত শিল্প সমৃদ্ধ গাজীপুর জেলার প্রতিদিন ২০/২৫ হাজার যাত্রী এ জংশন দিয়ে দেশের বিভিন্নস্থানে যাতায়ত করে। চাহিদা থাকা সত্বেও নয়টি আন্তঃনগর ট্রেনের এ জংশনে যাত্রাবিরতি দেয়া হচ্ছে না।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ