বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পৌর এলাকা চান্দসী উত্তর পাড়ায় ইউএনও হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী। ।মেয়েটি ঘাটাইল এসইপাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
ইউএনও অঞ্জন কুমার সরকার জানায় পৌর এলাকার চান্দসী উত্তরপাড়া গ্রামের নুরুজ্জামান পার্শ্ববর্তী উপজেলার মধুপুর লাউফুলা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে গার্মেন্টস কর্মী রিপন মিয়া সাথে পারিবারিক ভাবে বিবাহ দিতে সম্মত হয়। এসময় উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন,পৌর কাউন্সিলর বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে বোঝানো হয় মেয়ে সাবালিকা না হয় পর্যন্ত তাকে বিয়ে দেওয়া যাবে না ।
এ সময় মেয়ের বাবা ও মা মুচলেকা দেন যে পর্যন্ত মেয়ে সাবালিকা না হবে সে পর্যন্ত বিয়ে দেবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানায় আমরা ৩৩৩ ও ১০৯ থেকে ফোন পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করতে  প্রশাসানিক ব্যবস্থা নিয়েছি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ