এবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ২০২০ রঙধনু মিউজিক চ্যানেলের ব্যানারে নতুন একটি গান নিয়ে সাংবাদিক কাজী মকবুল হোসেনের কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার ভক্ত শ্রোতাদের মাঝে দ্বিতীয় বারের মতো গান নিয়ে হাজির হচ্ছেন।  গানের কথা লিখেছেন মোঃ তকবির হুসাইন।  গানের সুর সঙ্গীত করেছেন বর্তমান প্রজন্মের তরুণ জনপ্রিয় সংগীত পরিচালক আলামিন খান।  গানের শিরোনাম হচ্ছে ‘প্রেম জ্বালা’।  এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে।  মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তৌফিক।  নতুন গান প্রসঙ্গে মাহমুদা ইয়াসমিন নিপা বলেন, ‘গানটির কথা এবং সুর সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে।  আমাকে নতুনভাবে আমার ভক্ত ও দর্শক শ্রোতা দেখতে পাবেন।  গানটি নিয়ে আমি খুব আশাবাদী, সকল দর্শক- শ্রোতাদের এই গানটি ভালো লাগবে।  রঙধনু মিউজিক চ্যানেল জানায়, বিশ্ব ভালোবাসা দিবসে গানটি তাদের নিজস্ব চ্যানেলে প্রকাশ করা হবে।  এদিকে মাহমুদা ইয়াসমিন নিপা এখন ঢাকা গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।  শুধু গান নিয়েই যে নিপা ব্যস্ত রয়েছেন এমনটি নয়।  গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশুনা নিয়েও।  তিনি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্সে অধ্যয়ণরত আছেন।  মাহমুদা ইয়াসমিন নিপা তার এই ‘প্রেম জ্বালা’ গানটি শোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ