বিটিভি ও জয়যাত্রা টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক হিসেবে আই স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন ডি এম সাকলায়েন। রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আই টিভি অনলাইন-এর উদ্যোগে মিউচুয়াল-আই স্টার অ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ডি এম সাকলায়েন জানান,‘বিভিন্ন ধরনের অনুষ্ঠানের উপস্থাপনায় দীর্ঘদিনে আমার যে অবস্থান তৈরি হয়েছে, আজকের যে অ্যাওয়ার্ড পেলাম তাতে আমার অনুভূতি কতটা আনন্দের তা আপনাকে বুঝাতে পারবো না। এই অ্যাওয়াড আমাকে উপস্থাপনায় নিজেকে আরও উৎজীবিত করবে। এই অর্জনটা আমাকে কাজের প্রতি দায়বদ্ধতা  আরো বাড়িয়ে দিয়েছে।’ এসময় পুরষ্কার পেয়েছেন,সম্ভাবনাময়ী চিত্রনায়িকা বিন্দিয়া কবীর। আই টিভি অনলাইনের সিইও এবং হেড অব নিউজ মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিতে¦ এবং ডিএ সাকলায়েনের উপস্থাপনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর মোতাহের হাসান। মিউচুয়াল-আই স্টার অ্যাওয়ার্ড প্রাপ্ত অন্যান্য তারকারা হলেন- এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, চলচ্চিত্রাভিনেতা  রোশান, চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, নাট্যপরিচালক ও বিটাকমের স্বত্বাধিকারী আনিসুজ্জামান, জনপ্রিয় অভিনেত্রী রওশন আরা বেগম শিখা, পার্শ্ব চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য কমল পাটেকার, অনুষ্ঠান উদযাপন কমিটি আহবায়ক মো. হাসান আলী রেজা প্রমুখ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ