গাইবান্ধার পলাশবাড়ীতে ভূমি দস্যুদের হাত থেকে জমি রক্ষার জন্য প্রেস ক্লাব গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রোববার আল মদিনা সুপার মার্কেট গোরস্তান মোড প্রেস ক্লাব গাইবান্ধায় এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের মৃত ডাঃ সিরাজুল হকের ছেলে শহিদুল হক নান্নু লিখিত বক্তব্যে বলেন, তার ভোগ দখলীয় জমি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষাসহ তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরো উল্লেখ করেন যে, বংশপরম্পরায় আমরা ওইসব জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছি। এদিকে, আমার (নান্নু) শতবর্ষের ভোগদখলীয় সি,এ দাগ নং ১৩৯৪ দাগে ৫৩ শতাংশ জমিতে একই এলাকার মৃত রুস্তম আলী মুন্সির ছেলে হাবিবুর রহমান হাবিব গং-রা আমার ওই জমিতে হামলা চালিয়ে অবৈধভাবে জবরদখল করতে চেস্টা করে। এ সংক্রান্ত ব্যাপারে আমি ২২/০৩/১৯ এলাকায় সালিশ বৈঠকের আহবান করলে উক্ত হাবিবুর রহমান গং-রা সালিশে উপস্থিত ব্যক্তিদের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালমন্দ আমাকে নানা রকম ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিয়ে সালিশ পন্ড করে দেয়। এছাড়া তারা আমার ওই জমিটি জোরপূর্বক জবরদখল করে পুকুর খনন করবে বলে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী শহিদুল হক নান্নু ২৩/০৩/১৯ পলাশবাড়ী থানায় একখানা সাধারন ডায়েরি (নং- ৮৯৭) করেছেন। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী শহিদুল হক নান্নু জীবনের নিরাপত্তাসহ ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হাগ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ