ঘর ছেড়ে পালালেন স্নিগ্ধা!
বিয়ে ঠিক হয়েছে স্নিগ্ধার। কিন্তু এ বিয়ে করবেন না তিনি। উপায় না পেয়ে ঘর ছেড়ে পালালেন তিনি। ঘটনাটি অবশ্যই নাটকের। নাটকের নাম ‘ঘর পালানো মেয়ে’। শ্রাবনী ফেরদৌসের রচনায় বিয়ের ভয়ে ঘর পালানো মেয়ে তিথি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের উঠতি অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। আগামীকাল (১১ জানুয়ারি) এসএ টিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটকটি। নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন শুভ্র খান। নাটকের শুরুতেই বিয়ের ভয়ে ঘর ছেড়ে পালিয়ে যান সুন্দরী তিথি। নিরাপত্তাহীনতায় এদিক সেদিক ভবঘুরের মতো ঘুরতে থাকে সে।সারা রাত জুড়ে ঘটতে থাকে তিথির সঙ্গে নানা অনাকাংক্ষিত ঘটনা আর সব ঘটনা থেকে তাকে উদ্ধার করে একটি অপরিচিত ছেলে। ছেলেটির ব্যবহার তিথিকে মুগ্ধ করে। জীবনের অনেক কথাই শেয়ার করে ফেলে অচেনা ছেলেটির সঙ্গে।ভাল বন্ধুত্ব হয় দুজনের। এক সময় ছেলেটি কথা রাখে তিথি। ঘরে ফিরে যায় ও বিয়েতে সম্মতি দেয় সে। কিন্তু হঠাৎ পরিচয়ের সেই ছেলেকে অনুভব করতে থাকে তিথি। ছেলেটিকে ভালোবেসে ফেলে সে। কিন্তু বিয়ে হতে যাচ্ছে বাবার আগে থেকে ঠিক করা পাত্রকে।মনের আকাশে কালো মেঘ এসে ভর করে তিথির। এভাবে এগিয়ে চলে নাটকের ঘটনা।নাটকের সমাপ্তিতে দর্শকের জন্য রয়েছে চমক রয়েছে বলে জানিয়েছেন এর চিত্রনাট্যকার। স্নিগ্ধা ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন নিলয় আলমগীর, আজম খান, রাশেদা চৌধুরীসহ আরো অনেক।