শরিফুল ইসলাম ঝোকন: টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগ জামায়াতের সাথী উলামায়ে কেরাম মাদার শিশুদের উপর সা’দ পন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে সাদ বিরোধীরা। বুধবার সকালে শহরের দয়াময়ী চত্বরে সম্মিলিত তাওহীদি জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 
এই মানববন্ধন কর্মসূচীতে সা’দ বিরোধী কয়েক হাজার অনুসারীরা অংশ নেন। প্রায় আড়াই ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে জামালপুর বড় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ, বেফাকুল মাদারিসের সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, সম্পাদক মাওলানা হাসান আলী,ওলামা ঔক্য পরিষদের সভাপতি মুফতী মনিরুল ইসলাম,ইত্তিফাকুল ওলামার সভাপতি মুফতী শামসুদ্দীনসহ অন্যান্য আলেমগণ বক্তব্য রাখেন। বক্তারা হামলার নির্দেশদাতা ওয়াসিকুল ইসলাম ও সাহাবুদ্দিনসহ জড়িতদের গ্রেফতার, সা’দপন্থীদের সকল অপতৎপরতা, কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা,আহতদের চিকিৎসা ও নিহতদের ক্ষতিপূরন প্রদান,কাকরাইলে সকল কার্যকলাপ হতে ওয়াসিফ ও নাসিম গং কে বহিষ্কার করাসহ ৮ দফা দাবি জানান। অতি দ্রুত দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ