ঠাকুরগাঁও ৩ আসনে নৌকা দিতে হবে দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল ও প্রতীক অনশন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে ৪র্থ দিনের মত সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতীক অনশন কর্মসূচী পালন করেছে পীরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ। সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পৌর শহরের পূর্ব চৌরাস্তা এলাকায় কাফনের কাপড় পরে অনশনের পাশাপাশি বিক্ষোভ করেন তারা। এ সময় “দাবী মোদের একটাই ইমদাদুলকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই” সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। অনশন চলাকালে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, ইউ চেয়ারম্যান একরামুল হক, হিটলার হক, মাহবুব আলম, মোস্তাফিজার রহমান, জেলা পরিষদ সদস্য সেতেরা হক, পীরগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা খাতুন বুলবুল, সাধারণ সম্পাদক ভারতী রাণী রায়, সহ সভাপতি কামরুন নেছা আইভি, ইউপি সদস্য সাইদা খাতুন, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক রাজিউর রহমান রাজু ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী দুলাল প্রমূখ। বক্তারা বলেন, ঠাকুরগাঁও-৩ আসন আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত। কিন্তু জোট-মহাজোটের কারণে ইমদাদুল হক বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে মনোনয়ন পেয়েও কেন্দ্রীয় নির্দেশে দলের স্বার্থে তা প্রত্যাহার করেন। বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামীলীগের কাঁধে ভর করে কখনো ওয়ার্কাস পার্টি, কখনো জাতীয় পার্টির লোকজন এমপি নিবাচিত হয়েছেন। এবার এ আসনের মানুষ তা মেনে নেবে না। যদি ইমাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন না দিয়ে জোট-মহাজোটের কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তাহলে এ আসনটি মহাজোটের বাইরে যাওয়ার সম্ভবনা রয়েছে। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয় এবং রানীশংকৈল মহিলা আওয়ামীরীগ এ কর্মসুচীর সাথে একাত্বতা ঘোষনা করেন।