মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবট ‘ইনসাইট’ মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছে। মঙ্গলে পৌঁছেই এ রোবটটি  ছবি ও তথ্য পাঠানো শুরু করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।নাসা জানায়, গ্রিনিচ মান সময় সোমবার রাত ৭টা ৫৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৫৩ মিনিটে) এ রোবটটি মঙ্গলে পৌঁছায়।মঙ্গলে রোববটি অবতরণের পরপরই এর নিয়ন্ত্রণ কক্ষ ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশান ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন।জেপিএলের প্রধান জেমস ব্রাইডেনস্টাইন এ দিনটিকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তাদের ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।চলতি বছরের ৫ মে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স ঘাঁটি থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইনসাইট। তখন থেকে মঙ্গলে পৌঁছাতে নাসার এই মাহাকাশ যান পাড়ি দিয়েছে ৩০ কোটি ১২ লাখ ২৩ হাজার ৯৮১ মাইল পথ। মঙ্গলের এই মহাকাশ যানের গতি ছিল ঘণ্টায় ৬ হাজার ২০০ মাইল।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ