দীর্ঘদিন চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার পর ‘ভাইজান সুপারহিট’ দিয়ে বলিউডে ফিরছেন টোলকন্যা প্রীতি জিনতা। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অ্যাকশন হিরো সানি দেওল। দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত প্রীতি। আইপিএলে তাঁর দল কিংস ইলেভেন পাঞ্জাব।কেন প্রীতি ‘ভাইয়াজি সুপারহিট’ প্রকল্পে যুক্ত হলেন? তাঁর উত্তর, ‘এটা এক অন্য দুনিয়া। না বলতে পারিনি। আর এখন থেকে আমি আরো ছবি করব, কারণ শুটিং সেটের মজাটা আমি ভুলে গিয়েছিলাম। এটা একদম টাইম পাস। হা হা! যাও আর হাসো।’১৯৯৮ সালে ‘দিল সে’ ছবি দিয়ে বলিউডে অভিষেক প্রীতি জিনতার। ক্যারিয়ারের শুরু থেকেই সাফল্যের স্বাদ পেয়েছেন তিনি। বলেছেন, এগুলোকে সিরিয়াসলি নেন না তিনি। এসব ব্যাপারে তিনি একেবারেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লালন করেন।‘বয়স বাড়লে প্রচুর অভিনেতা মনে করে, অনেক কিছুই তারা হারিয়ে ফেলেছে। সারাজীবন চলচ্চিত্রের সঙ্গে থাকার পরও জানে না, কোথায় আছে তারা। আমি বাইরের মানুষ ছিলাম, আমারও এই ভয় ছিল যে, স্টুডিওতে আমি নিজেকে হারিয়ে ফেলব। একদিন লক্ষ করলাম আমার চুলে পাক ধরেছে, মনে হলো আমার জীবন শেষ হয়ে গেছে’, বলেন ‘কিয়া ক্যাহনা’ অভিনেত্রী।প্রীতি আরও বলেন, ‘তারকা শব্দটির সঙ্গে আমার কোনো সংযোগ নেই। তুমি তারকা, কারণ কেউ একজন তোমার জন্য অসাধারণ চিত্রনাট্য লিখেছে; তারপর মেকআপ, চুল এবং ১০০ থেকে ২০০ মানুষের স্বপ্ন আছে তোমার পেছনে।’কে টিকে থাকবে, আর কে টিকবে না, তা নিয়ে যখন অনেকেই উদ্বেগ প্রকাশ করেন; প্রীতি জিনতা এর বিপরীতে মজার উত্তর দেন। বলেন, ‘এই পৃথিবীর জন্য আমি সব সময় প্রাসঙ্গিক থাকব না, কিন্তু আমি কি আমার জন্য প্রাসঙ্গিক? এটাই আমার কাছে বড় ব্যাপার। আমি নিজেকে সত্যটাই বলি’, বলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী প্রীতি জিনতা।সোলজার’, ‘কাল হো না হো কোই মিল গ্যায়া ‘বীরজারা’সহ কয়েকটি ভাষার ছবিতে কাজ করেছেন প্রীতি জিনতা।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ