বিসিবি একাদশ-জিম্বাবুয়ের প্রাকটিস ম্যাচ বাতিল
বৈরী আবহাওয়ার কারণে সফররত জিম্বাবুয়ে দলের সঙ্গে বিসিবি একাদশের ৩ দিনের প্রাকটিস ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল হয়েছে।সোমবার (২৯ অক্টোবর) টানা বৃষ্টির পর বিকেল ৩টায় দুই দলের সঙ্গে আলোচনা শেষে ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। তবে বৈরী আবহাওয়া না থাকলে দ্বিতীয় দিনের খেলা চলবে বলে জানান তিনি।এদিকে ম্যাচ রেফারি প্রথম দিনের খেলা বাতিলের ঘোষণা দেওয়ার পর জহুর আহমেদ স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছেন দুই দলের খেলোয়াড়রা।