বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। মোবাইল ব্যাংকিং সেবা ইউক্যাশের পাশাপাশি ম্যাচের আগে সংশ্লিষ্ট ভেন্যুর বুথ থেকে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে এবং দুই টেস্ট খেলবে বাংলাদেশ। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। প্রথম ওয়ানডের টিকিট আজ থেকেই কিনতে পারবেন দর্শকরা।ইউক্যাশ ছাড়াও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পাশে থাকা কাউন্টারে টিকিট কেনা যাবে। টিকিট থাকা সাপেক্ষে ম্যাচের দিনও কেনা যাবে। সিরিজের পরের দুটি ওয়ানডে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ৩-৭ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট, মিরপুরে ১১-১৫ নভেম্বর দ্বিতীয় মাঠে গড়াবে।ইউক্যাশের মাধ্যমে টিকিট পাওয়া যাবে এ নম্বরে, *২৬৮#, কনফারমেশন মেসেজ পাওয়া পর ইউক্যাশের নির্দিষ্ট এজেন্টকে মেসেজ দেখিয়ে টিকিট নিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এ নম্বরে, ১৬৪১৯।ওয়ানডেতে মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, সাউদার্ন বা নর্দান স্ট্যান্ড ১৫০, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকায় পাওয়া যাবে। একই ভেন্যুতে টেস্টে গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউস ২০০ এবং সাউদার্ন বা নর্দান স্ট্যান্ড ৮০ ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ৫০ টাকায়।চট্টগ্রামে দুই ওয়ানডেতে গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, রুফ টপ হসপিটালিটি ১ হাজার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা।সিলেটের অভিষেক টেস্টে ৫০০ টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউস ২০০, ইস্টার্ন গ্যালারি ৮০, ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রীন হিল এরিয়ার টিকিটের মূল্য ৫০ টাকা।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ