নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৪ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের কাছ থেকে ৫০ হাজার মিটার জাল ও ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, গতকাল বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত লৌহজংয়ের পদ্মায় নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ২৪ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২২ জনকে ২০ দিন করে জেল এবং দুজনকে আড়াই হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস ও ফারদিস বিন এনাম এ দণ্ডাদেশ দেন। অভিযানে জব্দ করা ৫০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর জব্দ করা মা ইলিশ মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ