নুরুল আজিজ চৌধুরী নারায়ণগঞ্জ ঃ আবারো জেলা জুড়ে লাশের আতঙ্ক বইছে। অজানা শংকায় দিনাতিপাত করছেন জেলাবাসী। বিচ্ছিন্ন ঘটনায় মাত্র তিনদিনে নারায়ণগঞ্জ জেলাজুড়ে সন্ধান মিলেছে ১৫ লাশের । শুক্রবার (২১ সেপ্টেম্বর) একই দিনে জেলার বিভিন্ন স্থানে ৭ জনকে বিচ্ছিন্ন ঘটনায় লাশ হতে হয়েছে। 
এর মধ্যে ফতুল্লা দেওভোগে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা, সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার, আড়াইহাজারে কিশোরীর আত্মহত্যা ও বন্দরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, রূপগঞ্জে উপজেলার চনপাড়া বিল  থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।   
জানা যায়, ফতুল্লার দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকায় পানিতে ডুবে শাওন ও নয়ন নামে ৯ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাওন দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন। তারা দেওভোগে পৃথক দুটি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় একটি পুকুরে লাশ দুই ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে তারা বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের পর মসজিদের মাইকে প্রচার করা হলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ সনাক্ত করে।
ফতুল¬া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের জানান, ধারনা করা হচ্ছে শিশু দুটি ওই পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে লাশ দুটি তাদের পরিবারের সদস্যরা নিয়ে যায়।
একইদিন ফতুল্লায় ট্রেনের  নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। সকাল সাড়ে ৮টায় কমলাপুর-নারায়ণগঞ্জ রেলপথের ফতুল্লার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে একই দিন সকালে সিদ্ধিরগঞ্জ  মৌচাক দক্ষিণ নিমাইকাশারি  এলাকার এক ডোবা থেকে শাহাজালাল ( ৮৫) নামে এক বৃদ্ধর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে শুক্রবার সকাল ৭টায় আড়াইহাজারে মায়া (১৬) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করে । সে উপজেলার ব্রা²ন্দী ইউনিয়নের দিঘলদী কান্দাপাড়া এলাকার মিজানের মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ৯ নং ওয়ার্ডের  ইউপি সদস্য রাসেল জানান, স্থানীয়  লেঙ্গুরদী এলাকার এক ছেলের সঙ্গে মায়ার প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে সে আত্মহত্যা করে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার এসআই রফিউদৌলা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একই দিন বন্দরে আছমা বেগম (৪৭) পুলিশের মোটরসাইকেল ধাক্কায় আহতের দু’দিন পর  শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
জানা যায়, বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কামতাল তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত আছমা বেগম  কামতাল মালিভিটা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
 কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ উপ পরিদর্শক মন্তষ জানান, বুধবার দুপুরে ঢাকা পুলিশ লাইন কর্মরত  এক পুলিশ কনষ্টেবল মোটরসাইকেল যোগে ঢাকায় ফেরার পথে কামতাল তদন্ত কেন্দ্রের  সামনে আসলে আছমা বেগম হঠাৎ রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেল উপরে তুলে দেয়।
 স্থানীয় লোকজন ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।  মোটরসাইকেলটি আটক করা হয়েছে।
সর্বশেষ রূপগঞ্জের চনপাড়া বিল থেকে অজ্ঞাত (৩০) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । লাশটি ময়নাতদন্তের জন্য  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। এখনও লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পেটে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 
এর আগে বুধবার (১৯ সেপ্টেম্বর) এক দিনেই নারায়ণগঞ্জ জেলা জুড়ে সন্ধান মিলে ৮ লাশের। এর মধ্যে আড়াইহাজারে বিভিন্ন ঘটনায় ৩ জন, সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহতসহ ৩ জন, বন্দরে লক্ষণখোলা শীতলক্ষা  নদী থেকে নিখোঁজের দু’দিন পর হানিফ (৬) নামে এক শিশুর লাশ এবং রুপগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের লাশ উদ্ধার করা হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ