গাজীপুর মহানগর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা
গাজীপুর মহানগর প্রেসক্লাবে ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এসম প্রধান নির্বাচন কমিশনার এরশাদ আলম শরিফের নিকট চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনের সিডিউল, আচরণ বিধি, মনোনয়ন পত্র ইত্যাদি বুঝিয়ে দেন প্রেসক্লাবে নেতৃবৃন্দ, এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবে সভাপতি এম. আমজাদ খান, সিনিয়র সহ- সভাপতি এম আকতারুজ্জামান, সহ সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি, তারেক রহমান জাহাঙ্গীর, এশিয়া টিভির স্টাফ রিপোর্ট আবুল বাসার পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক মমিন মিয়া প্রমুখ। নির্বাচনী সিডিউল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৯ নভেম্বর প্রকাশ করা হয়েছে। মনোনয়ন পত্র বিক্রি ২২ ও ২৩ নভেম্বর সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র জমা ২৪ নভেম্বর সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র বাঁচাই ২৫ নভেম্বর সকাল ১১ টা থেকে বিকেল ৩টা। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ নভেম্বর সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ নভেম্বর। দুপুর একটা।নির্বাচনী প্রচারণা শুরু ২৮ নভেম্বর থেকে নির্বাচনের পূর্ব পর্যন্ত। আগামী১২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।