গাজীপুরের পূবাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনের ১ মাসের কারাদন্ড ও ৩টি গাড়ী জব্দ
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে একজনকে ১ মাসের কারাদন্ড ও ৩টি গাড়ী জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়,গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড এর ইছালিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অবৈধ ভাবে বেলাই বিল ভরাট করার সময় গাজীপুর সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ১.জহিরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশিমপুর ও কোনাবাড়ি জোন ২ মাহমুদা শাহরিন মাধবী, নির্বাহী ম্যাজিস্ট্রেট পূবাইল ও গাছা জোন, সিটি কর্পোরেশন এর নির্দেশে দুই জনের যৌথ অভিযানে পূবাইলের ইছালি এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আবির হোসেন কে ১ মাসের কারাদন্ড ও ৩ টি গাড়ি জব্দ করেন। জব্দকৃত গাড়ীর সামনে গাজীপুর সিটি কর্পোরেশন এর লগো লাগানো ছিল।