দিনাজপুরের বিরলে হুসেন আলী (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বিরল পৌর শহরে শংকরপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক ভাবে হুসেন আলীর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। সোমবার বিকেলে বিরল পৌর শহর থেকে ধুকুরঝাড়ী সড়কের আব্দুস সামাদের দোকান ঘরের পিছনে ঝোপঝাড়ে ময়লার স্তুপে একজনের মৃতদেহ পরে থাকতে দেখে বিরল থানা পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। বিরল থানার অফিসার উনচার্জ গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী উপস্থিত ছিলেন।
বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মওলা জানান, নিহতের কারন জানা যায়নি। তবে ময়না তদন্ত শেষে নিহতের কারন জানা যাবে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ