গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটিতে ১ নং সদস্য হিসেবে নির্বাচিত হলেন ইয়াসিন গাজী। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর চৌরাস্তাস্থ সংগঠনের অফিস কার্যালয়ে এক সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। সংগঠননের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি ইব্রাহীম খন্দকার,যুগ্ম সম্পাদক মাওলানা আলামিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্যাহ নূরী, যুগ্ম সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ, সহসভাপতি নাজিম উদ্দিন,সহসভাপতি মৃনাল চৌধুরী সৈকত,নির্বাহী সদস্য হাজী সাইফুল ইসলাম ও নির্বাহী সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, আইন বিষয়ক সম্পাদক এআর মানিক মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল,দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, নির্বাহী সদস্য জাকারিয়া আল মামুন, নির্বাহী সদস্য মোঃ মোক্তাদির হোসেন,নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন,নির্বাহী সদস্য আমেনা খাতুন মুনমুন,নির্বাহী সদস্য কাজী শাকিল,নির্বাহী সদস্য জাকির হোসেন লিটন, সদস্য পারভেজ মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ। পরিশেষে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, ইয়াসিন গাজীকে ১ নং সদস্য হিসেবে ঘোষণা করেন।

ইয়াসিন গাজী তার বক্তব্যে বলেন, আমি একজন সংগঠনের সদস্য হিসেবে আমার যে দায়িত্ব সে নিষ্ঠার সাথে পালন করবো এবং সকল সদস্যদের নিয়ে সংগঠনের উন্নয়নের কাজ করবো।

ইয়াসিন গাজী দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি হিসেবে কাজ করেন। আগামী ২৬,২৭,২৮ অক্টোবর কক্সবাজারে সংগঠনের আয়োজনে পিকনিকের তারিখ নির্ধারণ করা হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ