দিনাজপুরের বিরলে উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরলে উপজেলা পর্যায় শিক্ষা উন্নয়ন কমিটির (ইডিসি) আলোচনা সভা বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায় শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রধন অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম।
মঙ্গলবার বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা সমবায় দপ্তরের এআইসিএস শাহিন ইসলাম, আশ্রয়- রিয়্যালাইজ পজেক্টের ম্যানেজার কেরিনা সরেন, ফাইনান্স এন্ড এডমিন অফিসার শেফালী রানী, উপজেলা ম্যানেজার মধু মোহন রায়, এডুকেশন অর্গানাইজার শিউলী বেগম,মাহবুবা আকতার প্রমুখ বক্তব্য রাখেন।আশ্রয়-রিয়্যালাইজ প্রকল্পের মাধ্যমে বিরল উপজেলার ক্ষুদ্র নেকক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অতি দরিদ্র পরিবারের শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান এবং সাংগিক সহায়তার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের কার্যক্রমকে আরো গতিশীল ও সাফল্যমন্ডিত করতে বিভিন্ন দিক-নির্দশনা মুলক আলোচনা হয়।
সভায় সমমনা জিও, এনজিও, উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, ইডিসির সভাপতিগনসহ স্থানীশগন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।