বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুরে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ মে) সকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা আ'লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হাসান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, সহ-সভাপতি আমজাদ আলী, সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক এসএম আলমগীর, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ, লীগের সদস্য আনিসুজ্জামান শান্তসহ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ