আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নশীল দেশে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে বাজেট প্রনয়নের ব্যবস্থা করেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই সর্ববৃহত স্থাপনা পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে নির্মান করতে সমর্থ হয়েছি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে গেছে। আওয়ামী লীগের নেতৃত্ত্বে ইনশাআল্লাহ এই বাংলাদেশ উন্নত আবার স্মার্ট বাংলাদেশ হবে বলে আমরা বিশ্বাস করি। কাজেই এই ইতিহাস আর কোন রাজনৈতিক দলের নাই। আমরা ইতিহাসের সাথে চলতে চাই। আমরা ইতিহাসকে ছেড়ে দিতে চাই না। যেই জাতি ইতিহাসকে বর্জন করে  নিজস্ব ইতিহাস ভুলে যায়। নিজের শেকরকে ভুলে যায়, সেই জাতি কখনো এগুতে পারে না। পাকিস্তান বার বার ব্যর্থ হয়েছে। তার কারন তাদের কোন ইতিহাস নাই। তারা ইতিহাস থেকে সরে গেছে। সেজন্য তারা বার বার ব্যর্থ হয়ে গেছে। ৭৫ পরবর্তী বার বার বাংলাদেশকে ব্যর্থ বানানো হয়েছিল। কারন ইতিহাস বিকৃতি করা হয়েছিল। আজকে সঠিক ইতিহাস আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।শনিবার (২০ মে) বিরল উপজেলার সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মত একাডেমিক চারতলা ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের আয়োজনে সুধী সমাবেশে প্রধন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় নয়, বিরলের সকল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় গুলোতেও এই ধরনের চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। দিনাজপুর প্রকল্প নামের নতুন একটি এলজিআরডিএসপি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই প্রকল্প করে দিয়েছেন। সেই প্রকল্পের মধ্যে এবং দিনাজপুর রংপুর প্রকল্পের মধ্যে বিরলের প্রত্যেকটি রাস্তাযুক্ত করা হয়েছে। ধীরে ধীরে সকল রাস্তা উন্নয়ন হবে এবং পাকা হবে। কোভিড-৯০ যদি দুই বছর না থাকত। ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ না হলে আমি বলেছিলা ২০২৪ সালের নির্বাচনে সকল রাস্তা পাকা করব।শুধু চাই আপনাদের ভালবাসা, আপনাদের স্নেহ,  আপনাদের বন্ধুত্ব, আমরা আর কিছু চাই না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনো আওয়ামী লীগ জনগনের সাথে আছে। ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগ জনগনের সাথে আছে। আমাদের সম্পদ, আমাদের শক্তি হচ্ছে জনগন। এই জনগনকে নিয়েই আওয়ামূ লীগ রাজনীতি করে। বঙ্গবন্ধুও করেছিল তার উত্তরাধীকার শেখ হাসিনাও জনগনকেও নিয়ে রাজনীতি করে। তিনি বলেছেন আমার শক্তি হচ্ছে জনগন। জনগনই আমার শক্তি আমি ওই আমেরিকা বৃটেনদের আমি ভয় করিনা। তিনি বলেছেন, যদি কেউ সংশয় দেয় আমরা সে দেশের পন্য ক্রয় করবে না। আমাদের এই বাংলাদেশ আমেরিকার সাথে কথা বলে স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ ইউরোপের সাথে কথা বলে স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মা-বেনের আত্মত্যাতের বিনিময়। এই বাংলাদেশ কারো কাছে মাথা নত করতে পারে না। যদি মাথা নত করে তাহলে আমাদের মর্যাদা হানি হবে। এই মর্যাদা কখনো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করতে পরেন না করবেন না। বঙ্গবন্ধু বলেছিলেন চিনে আলেন ডেকে হত্যা করেছিল মার্কিন সম্রাজ্যবাদিরা। চিনে আলেন ডেকে হত্যা করা হয়েছিল ৭৩ সালে। বঙ্গবন্ধু বলেছিল চিনে আলেন ডেকে হত্যা করেছিল সম্রাজ্যবাদীরা। বঙ্গবন্ধু বলেছিল আমার অবস্থা যদি চিনের আলেনদের মত হয় তবুও আমি সম্রাজ্যবাদীদের কাছে মাথা নত করব না। তিনি মাথা নত করেন নাই। তিনি স্বপরিবারে জীবন দিয়ে  আমাদেরকে ঋনী করে গেছেন। আমাদের এই বাংলাদেশ বঙ্গবন্ধু না হলে সৃষ্টি হত না। এই বাংলাদেশকে যদি আমরা সোনার বাংলা গড়তে পারি, এই বাংলাদেশকে যদি আমরা উন্নত বাংলাদেশ করতে পারি। এই বাংলাদেশকে যদি আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারি। তাহলেও আমরা বঙ্গবন্ধুর ঋন আমরা কখনো পরিশোধ করতে পারব না। কিন্তু আমরা বঙ্গবন্ধুর রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি। আসুন আমরা সেই শপথ গ্রহন করি। যেন বঙ্গবন্ধুর রক্তের প্রতি শ্রদ্ধা জানাই, ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। তাহলেই আমাদের পুর্বপুরুষের প্রতি দায়িত্ব পালন করব।

সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা রহমান আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবুর পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা সহকারি কমিশনার (ভুমি), উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ