দিনাজপুরেরর বিরলে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রকল্পের প্রস্তাবিত কয়েকটি স্থান পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোঃ শরীফ উদ্দিন।বিরলে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট,  দিনাজপুর শীর্ষক প্রকল্পের জন্য উপজেলার একাধিক প্রস্তাবিত স্থান (জমি) বৃহস্পতিবার (১১ মে) ও শুক্রবার (১২) দুই দিনে সরেজমিনে পরির্দশন করলেন তদন্ত কমিটির একটি দল।নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব (পরিকল্পনা) শেখ শরিফ উদ্দিন, এনডিসি'র নেতৃত্বে গঠিত কমিটি বৃহস্পতিবার  প্রস্তাবিত "বিরলে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট" প্রকল্পের প্রস্তাবিত জমি (জায়গা) বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের রসুলপুর, ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরার মোড় এলাকার একাধিক স্থান  সরেজমিনে পরিদর্শন করেছেন। 

তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পরই এ প্রকল্পের বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে বলে তদন্ত কমিটির প্রধান যুগ্ন সচিব (পরিকল্পনা) শেখ শরিফ উদ্দিন, এনডিসি আশস্ত করেছেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক উপ-সচিব বদরুল হাসান লিটন, বিরল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় সহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ