ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২নং আখানগর ইউনিয়নে চতুরাখোর (৯নং ওয়ার্ড) গ্রামের রান্না ঘরে আগুন লেগে ৩টি পরিবারের ৮ টি ঘর সহ নগদ অর্থ ও যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় দিনমজুর রতন আলীর ৩ বছরের শিশুপুত্র মো: মোস্তাকিম আগুনে পুড়ে মৃত্যুবরণ করে।৩০ এপ্রিল রোববার বিকেল ৪টার দিকে আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা। সে ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। এ সময় ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের তিন পরিবারের প্রায় ৫ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে এছাড়াও তাদের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।’ শিশুটির বাবা রতন আলী দিনমজুর। তাঁর দাবি, ঘরে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে যায়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ