কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত দুঃষ্কৃতিচক্রের দেওয়া আগুনে একের পর এক পুড়ে ছাই হচ্ছে ঐ এলাকার অন্যতম অর্থকরী ফসল পানের বরজ। পান চাষিদের লক্ষ লক্ষ টাকার পান বরজ পুড়ে যাওয়ায় তাঁরা বর্তমানে পথে বসার উপক্রম হয়েছে। চান চাষিরা এর থেকে পরিত্রাণ ও সুষ্ঠু তদন্ত চেয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা ভেড়ামারাথানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জগশ^র এলাকার পান চাষি মোহা. আব্দুল ওয়াহাব লিখিত আবেদনে জানান, ইতোমধ্যে ভেড়ামারা উপজেলার জগশ্বর গ্রামের রনজিত সর্দার, মহির, জহির, তুহিন এবং পরানখালী ছাদেক,ছিদ্দিক, জিয়া, মহির, আব্দুল হক-সহ বিভিন্ন পানচাষিদের পান বরজ রাতের আঁধারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে দুঃষ্কৃতিকারীরা। ফলে উক্ত এলাকার পানচাষিরা চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্থরা তাঁদের একমাত্র আয়ের উৎস শেষ যাওয়ায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায়, দুঃষ্কৃতিচক্রের আগুনের হাত থেকে পানচাষিদের রক্ষা করার জন্য এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভেড়ামারার পানচাষিরা।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ