নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফার্নিচারের দোকানে টানা ১০ বছর ধরে বার্নিশের কাজ করে আসছিলেন কাজল চন্দ্র সূত্র ধর (৪৫)।

 

দীর্ঘদিন ধরে তীব্র ক্যামিকেলের গন্ধে কাজ করার ফলে বর্তমানে তার ফুসফুস প্রায় অকেজ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

 

প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে গত ৩ মাস ধরে তিনি নারায়ণঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি আছেন। এখানে তিনি ২১ নস্বর ওয়ার্ডের ১৮ নম্ব^র বেডে ডা. আ. খালেকের তত্ত¡্ধাানে চিকিৎসা নিচ্ছেন। 

 

তার এ অবস্থায় একটি ম্যাডিকেল বোর্ড বসানো হয়।এতে বলা হয়, তার ফুসফুস প্রায় অকেজ হয়ে গেছে, এমতাবস্থায় কৃাত্রমভাবে তার অক্সিজেন নেওয়ার কোনো বিকল্প নেই।এ জন্য বাসায় তার সার্বক্ষণিক এবটি ১০ এমএলের অক্সিজেন কনসেনট্রেটর (কৃত্তিমভাবে অক্সিজেন তৈরির যন্ত্র) প্রয়োজন। 

 

কাজল বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। গত প্রায় ৬ মাস ধওে অসুস্থ হয়ে বেকার হয়ে আছি। চিকিৎসা করতে গিয়ে তিনি এ পর্যন্ত ১ লাখ টাকা ঋণ করে ফেলেছেন। এমতাবস্থায় আমার ৩০ হাজার টাকা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর কেনার সামর্থ নেই।এ জন্য তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যাক্তিদেও কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।তাকে সাহায্য পাঠানোর জন্য - ০১৮১৯-৩১৮৪৮৮ ও ০১৭৫৪-৩৮৪৩৩১ এ দুটি নম্বরে (বিকাশ) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ