ফরিদপুরের সদরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্যভাবে পালিত হয়েছে। সূর্যদয়ের পূর্বে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা হয়। সকালে উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর সদরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুরের পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া, মন্দিরে প্রার্থনার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দসহ অনেকে।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ