বাগেরহাটের চিতলমারীর স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্ম বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল ৪ টায় বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তায়জুল ইসলাম তারার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন  বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য  ইদ্রিস আলী মোল্লা, সাইফ আল মামুন খান, জাহিদুর রহমান মোল্লা, ইউপি সদস্য আমান উল্লাহ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রাজু।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ