শেরপুরের লছমনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন লছমনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ডের শাহ আলম, ৯ নং ওয়ার্ডের মোখলেছ মিয়া, ৮ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম, মোঃ আবু বক্কর সিদ্দিক,সভাপতি ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ,সাবেক ছাত্রলীগের সহ সভাপতি মোঃ লালন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক,  মোঃ সোহান জামালী।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ