নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় পূর্বধলা উপজেলা যুবলীগের আয়োজনে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে রেলি, আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ নেতা মোফাজ্জেল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা যুবলীগ নেতা জুলফিকার আলী শাহিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহ মোস্তাফিজুর রহমান রাজিব, এনায়েত কবির রুবেল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ